ভূমিকা
একজন মানুষের প্রকৃত পরিচয় শুধু কথায় নয়, তার ব্যবহার-এর মধ্যেই প্রকাশ পায়। সুন্দর ব্যবহার মানুষের হৃদয় জয় করে, সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজে ইতিবাচক ছাপ ফেলে। মনীষীরা সবসময়ই ব্যবহারকে মানুষের চরিত্রের আসল সৌন্দর্য বলে উল্লেখ করেছেন।
বন্ধুর সাথে এরুপ ব্যবহার কর যাতে বিচারকের শরণাপন্ন হতে না হয়,আর শত্রুর সাথে এরুপ ব্যবহার কর যাতে বিচারকের দারস্থ হলে তুমি জয়ী হও।-প্লেটো
অন্যের যেরুপ ব্যবহার নিজে বিরক্ত হও,অন্যের প্রতি ভুলেও সেরুপ ব্যবহার করিতে নাই। -কনফুসিয়াস
যে ব্যবহার জানে না,তার গর্ব করার মতো কিছুই নেই। -ডেমো ন্যাক্স।
আমার জনপ্রিয়তা, আমার সুখ নির্ভর করে আমি কেমন করে লোকের সঙ্গে ব্যবহার করব তার উপর। -ডেল কার্নেগি
ব্যক্তিবিশেষের একটি আচরণ দেখেই তার প্রতি আকৃষ্ট হয়ো না, তার অন্যান্য আচরণ সম্পর্কেও খোঁজখবর নিও।
–হযরত আলি (রা.)
বিশ্বাস সম্পর্কে মনীষীদের বাণী
মৃত্যুর পরে যায় জন্য মানুষ মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকে সে হচ্ছে তার ব্যবহার। -এডওয়ার্ড জন।
মানুষের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করে যে খোদার সঙ্গে প্রেম করতে যায়,তার বুদ্ধি খুব কম। -ডা: লুৎফর রহমান
সূর্য যেমন প্রতিদিন উঠবে, বাতাস যেমন বইবে তেমনি মৃত্যুর পরও সুন্দর নির্মল ব্যবহারের জন্য মানুষ মানুষের অন্তরে চির জাগ্রত থাকবে। -ত্রুোচে
ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার ইহার নাম ভালো ব্যবহার নহে।মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহার ইহাই ভালো ব্যবহার। -আল
হাদীস
মধুর ব্যবহার লাভ করতে হলে মাধুর্যময় ব্যাক্তিত্বের সংস্পর্শে আসতে হয়। -উইলিয়াম উইন্টার
পৃথিবীতে শত্রুমিত্র কেহ কারো নয়।
ব্যবহার শত্রুমিত্র সবাকার হয়। -চাণক্য পন্ডিত
ভালো ব্যবহার করতে গেলে ছোট ছোট স্বার্থ ত্যাগ করতেই হয়। -ইমারসন
মাধুর্যমন্ডিত ব্যওিত্বের সংস্পর্শে থেকেও যদি তোমার ব্যবহার মধুর না হয় তবে দুঃখজনক। -হোয়াটলি
মানুষের ব্যবহারের সংক্ষিপ্ত সার হচ্ছে,অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের সম্মান বজায় রাখা। -ফিলিন্স বেকন।
পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আচার ব্যবহার তার ক্ষমতাধীন। -বেঞ্জামিন ডিজরেইলি।
চমৎকার ব্যবহার আতিথেয়তার একটি গুরত্বপূর্ণ অংশ। -এ,বি,অলকট
তুমি যত বেশি মাধুর্যমন্ডিত ব্যাক্তিত্বের সংস্পর্শে আসবে,তোমার ব্যবহার তত বেশি মধুর হবে। -এডাম স্মিথ
নির্দয় ব্যবহার সহনশীল লোকেরও ধৈর্যচ্যুতি ঘটায়। -জেমস হুইট কন্ব।
শত্রুর সঙ্গে সব সময় ভালো ব্যবহার করলে সে একদিন বন্ধুত্বে পরিণত হবে। -এডমন্ড বার্ক।
সুন্দর নির্মল ব্যবহার মৃত্যুর পরেও মানুষকে স্মৃতিতে স্থায়ী করে রাখে। -জর্জ মুর
সংসারের প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার কর,কারন কখন কার সাহায্য তোমার প্রয়োজন হয়ে পড়েবে বলা যায় না। -কিমার
কোনো মানুষকে নিজের মতে আনতে গেলে গায়ের জোর ফলালেই হবে না,কেননা মানুষ সহজে পরিবর্তিত হতে চায় না। বরং বন্ধুত্ব এবং সুব্যবহারের দ্বারা এটা সম্ভব হতে পারে। -ডেল কানের্গি।
জনসাধারণের সঙ্গে স্ত্রী জাতির ন্যায় ব্যবহার করা উচিত । তারা যা শুনতে ইচ্ছুক তার বেশি কিছুই তাদের বলা যাবে না । গ্যেটে
তোমরা কি দেখে একজন মানুষকে বিচার করো? কোনো গুণ বা ক্ষমতা দেখে? তবে নিশ্চয়ই তুমি তাকে বিচারের ব্যাপারে একটি মস্ত বড় ভুল করে থাকো। মানুষকে বিচার করা উচিত তার আচরণ, স্বভাব আর ব্যবহার দ্বারা।
— উইলিয়াম শেনস্টোন।
বন্ধুত্ব নিয়ে মনীষীদের অনুপ্রেরণামূলক বাণী
লোকে যদি তোমাকে অভদ্র বলে তবে তোমার শিক্ষা, আভিজাত্য ও অর্থের কোনো মূল্যই রইল না।
জি. জে. নার্থান
উপসংহার
ভালো ব্যবহার এমন এক শক্তি, যা কোনো অর্থ দিয়ে কেনা যায় না, কিন্তু মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়। তাই আমাদের উচিত প্রতিটি কথাবার্তা ও কাজে ভদ্রতা আর নম্রতা ধরে রাখা। মনীষীদের বাণী আমাদের মনে করিয়ে দেয়—ভালো ব্যবহারই হলো মানুষের আসল সম্পদ।
famous qoutation about behavior




