Tuesday, September 16, 2025
Google search engine
Homeবিনোদনবিশ্বের সেরা ১০ ফুটবলার ও তাদের পড়াশোনা

বিশ্বের সেরা ১০ ফুটবলার ও তাদের পড়াশোনা

ফুটবল মানেই উন্মাদনা, আবেগ আর স্বপ্নের খেলা। কিন্তু মাঠে যাদের দেখে আমরা মুগ্ধ হই, সেই তারকাদের পড়াশোনার কাহিনী জানেন কি? কেউ স্কুলের বেঞ্চ ছেড়েছেন অল্প বয়সে, কেউ আবার মাঠের পাশাপাশি ডিগ্রিও সম্পন্ন করেছেন। চলুন তবে জেনে নেওয়া যাক—বিশ্বের সেরা ১০ ফুটবলার আসলে কতদূর পড়াশোনা করেছেন।

 ১. ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগালের ছোট্ট দ্বীপ মাদেইরার দরিদ্র পরিবারে জন্ম নেওয়া রোনালদো  স্কুলে খুব একটা মনোযোগী ছিলেন  না।  বরং ফুটবলের নেশায় বুঁদ হয়ে থাকতেন। মাত্র ১৪ বছর বয়সে শিক্ষককে চেয়ার ছুঁড়ে মারার পর স্কুল থেকে বহিষ্কার করা হয় তাকে। তারপর থেকেই পড়াশোনার খাতা-কলম বন্ধ করে পুরোটা মন দিলেন ফুটবলে। আজ তিনি প্রমাণ করেছেন, পড়াশোনা না করেও পরিশ্রম আর প্রতিভা মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে।

২. লিওনেল মেসি

আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম মেসির। ছোটবেলায় স্থানীয় স্কুলে পড়াশোনা করলেও, মাত্র ১৩ বছর বয়সে চলে যান বার্সেলোনায়। এরপর থেকে বই নয়, বলই ছিল তার একমাত্র সঙ্গী। তাই মেসির কোনো কলেজ ডিগ্রি নেই। তবে মাঠের পারফরম্যান্সই তাকে ইতিহাসের সেরা ফুটবলারদের কাতারে দাঁড় করিয়েছে।

 ৩. নেইমার জুনিয়র

ব্রাজিলের রাজপুত্র নেইমার ছোটবেলায় এক সাধারণ স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু ক্লাসরুমের চেয়ে রাস্তার ফুটসাল কোর্টই টানত তাকে বেশি। খুব অল্প বয়সে প্রতিভার ঝলক দেখিয়ে তিনি স্পেনে খেলার সুযোগ পান। উচ্চশিক্ষার খোঁজে আর ফেরা হয়নি নেইমারের।

৪. পাওলো দিবালা

আর্জেন্টিনার এই ফরোয়ার্ড অল্প সময়ের মধ্যে বিশ্বজোড়া নাম কুড়িয়েছেন। তবে পড়াশোনার ব্যাপারে তিনি কখনো খোলাসা কিছু জানাননি। ধারণা করা হয়, স্কুল পর্যায়েই সব থেমে যায়। মাঠেই নিজের আসল মঞ্চ খুঁজে নেন দিবালা।

৫. কেভিন ডি ব্রুইন

বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইন ছোটবেলা থেকেই বোর্ডিং স্কুলে থাকতেন। ফুটবলের জন্য ১৪ বছর বয়সে বাড়ি ছেড়ে শহরে চলে যান। পড়াশোনা কিছুটা এগোলেও উচ্চশিক্ষা সম্পন্ন হয়নি। তবে মাঠে তার মেধা আজও আলাদা করে চেনায়।

৬. রবার্ট লেভান্ডোস্কি

অন্যদের তুলনায় লেভান্ডোস্কি বেশ এগিয়ে। ফুটবলের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন। ২০১৭ সালে তিনি ওয়ারশ-এর স্পোর্টস এডুকেশন একাডেমি থেকে কোচিং ও ফিজিক্যাল এডুকেশনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। খেলাধুলা ও শিক্ষায় একসাথে সফল হওয়া সত্যিই প্রশংসনীয়।

৭. এরলিং হ্যাল্যান্ড

নরওয়ের এই প্রতিভাবান স্ট্রাইকার খুব ছোটবেলা থেকেই খেলাধুলায় ডুবে ছিলেন। স্কুলে পড়াশোনা করলেও ফুটবলই ছিল তার প্রথম অগ্রাধিকার। তাই প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা তার জীবনে আসেনি। তবে মাত্র ছয় বছর বয়সে লং জাম্পে বিশ্ব রেকর্ড করে সবাইকে তাক লাগিয়েছিলেন।

৮. কিলিয়ান এমবাপে

প্যারিসের এক সাধারণ এলাকায় বড় হওয়া এমবাপে স্থানীয় ক্যাথলিক স্কুলে পড়তেন। পড়াশোনায় খারাপ ছিলেন না, কিন্তু স্কুলের নিয়ম মানতে খুব একটা আগ্রহী ছিলেন না। তার স্বপ্ন ছিল রোনালদো আর জিদানের মতো হওয়া। তাই ১১ বছর বয়সেই রিয়াল মাদ্রিদের একাডেমিতে গিয়ে ফুটবলকে বেছে নেন জীবনের মূল পথ হিসেবে।

৯. হ্যারি কেয়েন

ইংল্যান্ডের এই তারকা ছোটবেলায় চিংফোর্ডের প্রাইমারি ও পরে ডেভিড বেকহ্যাম স্কুলে পড়াশোনা করেছেন। তবে বড় হওয়ার সাথে সাথে পড়াশোনার চেয়ে ফুটবলই হয়ে ওঠে তার সবকিছু। মায়ের উৎসাহেই মাঠে নিজেকে গড়ে তুলেছেন কেয়েন।

 ১০. রোমেলু লুকাকু

তালিকার মধ্যে শিক্ষায় সবচেয়ে এগিয়ে লুকাকু। তিনি শুধু ফুটবলেই নয়, পড়াশোনাতেও দারুণ মনোযোগী ছিলেন। পাবলিক রিলেশন বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন এবং ইংরেজি, ফরাসি, ডাচ, স্প্যানিশ ও পর্তুগিজ—মোট পাঁচটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন।

 শেষকথা

ফুটবল তারকারা সবাই যে পড়াশোনায় খুব উঁচু স্তরে পৌঁছেছেন, তা নয়। কেউ স্কুলেই থেমে গেছেন, কেউবা বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করেছেন। তবে একটা ব্যাপার সবার ক্ষেত্রে এক—প্রতিভা আর নিষ্ঠা দিয়ে যে কোনো ক্ষেত্রেই শীর্ষে ওঠা যায়। আর মাঠে বলের জাদুতে তারা আজ বিশ্বের কোটি মানুষের হৃদয় জয় করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular