মানুষের জীবনে ধর্ম শুধু আচার বা নিয়ম নয়, এটি এক ধরনের দিশারী। ধর্ম আমাদের শেখায় কিভাবে ন্যায়-অন্যায় পার্থক্য করতে হয়, কিভাবে মানবতার পথে চলতে হয়। নানা ধর্মের মহান ব্যক্তিরা জীবন, নীতি, মানবতা ও সত্য নিয়ে অসংখ্য মূল্যবান বাণী রেখে গেছেন, যা আজও আমাদের জীবন গড়তে সহায়ক।
এখানে দেওয়া হলো ধর্ম সম্পর্কে মনীষীদের কিছু নির্বাচিত বাণী, যা মানুষকে সত্য, শান্তি আর কল্যাণের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।
পৃথিবীতে ধর্মই একমাত্র বিষয় যা সমালোচনা সহ্য করার মতো সহিষ্ঞুতা নেই। -বার্নার্ড শ
সেই রুদ্ব আসিতেছে, যিনি ধর্ম মাতালদের আড্ডা ঐ মন্দির মসজিদ গির্জা ভাঙ্গিয়া সকল মানুষকে এক আকাশের গুম্বজ-তলে লইয়া আসিবেন। -কাজী নজরুল ইসলাম
সাংসারিক কর্তব্য পালনই পকৃতপক্ষে ধর্মকার্য।দুনিয়া চোখের সামনেই তো পড়ে রয়েছে। কেতাবের চেয়ে দুনিয়া হইতে মানুষের শিখবার আছে বেশি। -আলমগীর
মনীষীদের উপদেশমূলক বাণী
এ জগতে তুমি মানুষকে যা কিছু দাও না, জ্ঞান দান অপেক্ষা শ্রেষ্ঠ দান আর নেই। পথিককে পথ দেখান, জ্ঞানান্ধকে জ্ঞান দান করাই শ্রেষ্ঠ ধর্ম। -ড.লুৎফর রহমান
সব ধর্মই ভালো, কারণ সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। -টমাসপেইন
ধর্মের ব্যাপারে যারা অন্ধ, তারা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারে না। -বাট্রার্ন্ড রাসেল
ধর্ম নিয়ে যারা কোন্দল করে ধর্মের মর্ম তারা জানে না। -ড.মু.শহীদুল্লাহ
ধর্ম মানুযের প্রয়োজনেই সৃষ্ট, তাই ধর্ম মানুষের মঙ্গলের কথাই বলে। -স্টেপ হেন
একটি ধর্ম আরেকটি ধর্মের মতোই সত্য। -রবার্ট বার্টন
ধর্ম একটাই,যদি ও রয়েছে এর একশটা রুপ। -জর্জ বার্নার্ড শ
ধর্মের মুল কথাই হচ্ছে মানুষ হিসাবে মানুষের সেবা করা। -টমাস ফুলার
ধর্ম অর্থ ঈশ্বরের প্রতি ও মানুষের প্রতি ভালোবাসা ব্যতীত কিছুই বুঝায় না। -উইলিয়াম স্পেন
ধর্ম শোষকদের শ্রেষ্ঠ হাতিয়ার। -লেলিন
টাকার মূল্য নিয়ে মনীষীদের প্রেরণাদায়ক বাণী
মানুষের জন্য যাহা কল্যাণকর তাহাই ধর্ম। যে ধর্ম পালন করিতে গিয়া মানুষকে অকল্যাণ করিতে হয়, তাহা ধর্মের নামে কুসংস্কার মাত্র।মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। -ইব্রাহিম খান
উপসংহার
ধর্ম মূলত মানুষকে সঠিক পথে রাখার শক্তি। মনীষীদের বাণী আমাদের মনে করিয়ে দেয়—ধর্ম মানে বিভেদ নয়, বরং ঐক্য, নীতি আর ভালোবাসা। তাই ধর্মকে জীবনের দিশা বানালে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন আলোকিত হয়ে ওঠে।




